স্বৈরাচারের ডায়রি

ব্যাংক লুটেরা শেখ রেহানা

August 11, 2024

পরিচয়

অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে ‘ছোট আপা’ হিসেবে পরিচিত। দখলদারি, বিদেশে অর্থ পাচার, ব্যাংক লুট ও দুর্নীতিতে পিছিয়ে ছিলেন না তিনি। শেখ রেহানা যুক্তরাজ্যেও নাগরিকত্ব পেয়েছেন। দেশের রাজনীতিতে মনোনয়ন বাণিজ্য ও ব্যাংক লুটের ক্ষেত্রে তার নাম সবার আগে আসে।

ব্যাংক লুটের কারিগর

গত দেড় দশকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক লুটের কারিগরদের অন্যতম হচ্ছেন শেখ আবদুল হাই বাচ্চু। ২০০৯ সাল-পরবর্তী তিন বছরে বেসিক ব্যাংক লুটে নেতৃত্ব দিয়েছেন তিনি। এ কেলেঙ্কারির ঘটনায় তুমুল সমালোচনা হলেও শেখ হাসিনা ছিলেন নির্বিকার। বিষয়টি নিয়ে এমনকি তৎকালীন সরকারের মধ্যে অসন্তোষ থাকলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন আবদুল হাই বাচ্চু। সে সময় তার খুঁটির জোর হিসেবে আলোচনায় এসেছিল ‘ছোট আপা’ বা শেখ রেহানার নাম।
[পত্রিকা কাটিং - ]
শেখ রেহানার সুপারিশেই ব্যাংকের চেয়ারম্যান-এমডি নিয়োগ
শুধু বেসিক ব্যাংক নয়, রাষ্ট্রায়ত্ত অন্যান্য ব্যংকগুলো লুটপাটকারীদের খুঁটি জোরও ছিলেন শেখ রেহানা। সালমান এফ রহমান ও চৌধুরী নাফিজ সরাফাতের সাথে শেখ রেহানার যোগসাজসেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকখাতের অনিয়ম-দুর্নীতি সংগঠিত হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান-এমডি নিয়োগের ক্ষেত্রে সালমান এফ রহমান ও চৌধুরী নাফিজ সরাফাতের মাধ্যমে তদবির পাঠানো হতো শেখ রেহানার কাছে। শেখ রেহানা সুপারিশ করলেই কেবল ব্যাংকের চেয়ারম্যান-এমডি পদে নিয়োগ দিতেন শেখ হাসিনা। আর এই নিয়োগের আগেই সালমান এফ রহমান ও চৌধুরী নাফিজ সরাফাতের মাধমে বড় অংকের ঘুষ দিতে হতো শেখ রেহানাকে।
[পত্রিকা কাটিং - ]

বিদেশে অর্থ পাচার

এস আলমের পাচার করা দেড় লাখ কোটি টাকার অর্ধেকই পেয়েছেন শেখ রেহানা ও তার ভাগ্নে জয়। এছাড়া শেখ রেহানার ‘ফান্ড ম্যানেজার’ হিসেবে গত দেড় দশক আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ মাদক ব্যবসা, নিয়োগ ও বদলি বাণিজ্য, টেন্ডারবাজি, ঘুষ-চাঁদাবাজির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
এই অর্থ কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছেন এই সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্য। নাসিমের হাত ধরেই পরিচালিত হতো দেশের বেসরকারি বিদ্যুৎ ও জ্বালানি খাত। এসব খাতের লুটপাটের টাকা বিদেশ পাচার করতেন শেখ রেহানার এই ‘ফান্ড ম্যানেজার’।
[পত্রিকা কাটিং]

বিলাসবহুল জীবন যাপন

বড় বোন শেখ হাসিনার মতোই লুটের টাকায় বিলাস বহুল জীবনে অভ্যস্ত ছিলেন ছোট বোন শেখ রেহানা। দেশে-বিদেশে শেখ পরিবারের বিলাসবহুল বাড়ি-গাড়ির তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যমে। গাজীপুরে শেখ রেহানা ও তার ছেলে-মেয়েদের নামে বিলাসবহুল বাংলো এবং পূর্বাচলের ১০ কাঠা আয়তনের প্লট এসবের অন্যতম।
[পত্রিকা কাটিং]
[পত্রিকা কাটিং]
লন্ডনে মিলিয়ন পাউন্ডের বাড়িতে বসবাস
শেখ হাসিনার প্রভাবশালী বোন শেখ রেহানা বিনা ভাড়ায় বসবাস করেন উত্তর লন্ডনের একটি বাড়িতে। রেহানা বিনা ভাড়ায় যেই বাড়িতে থাকছেন — এই ধরনের বাড়ির মাসপ্রতি ভাড়া যুক্তরাজ্যের এস্টেট এজেন্টদের দেয়া তথ্য অনুযায়ী প্রায় ৪,০০০ পাউন্ড বা ৪ লাখ ৮০ হাজার টাকা। আর ১১ বছর আগেই এই বাড়িটি কেনা হয়েছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫.৪ কোটি টাকা দিয়ে।
[পত্রিকা কাটিং]