হাসিনার রেসিপি
August 08, 2024
কাঠাঁল-মাংস
১৯ ডিসেম্বর ২০২২
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন
এই অঞ্চলে (গাজীপুরে) প্রচুর কাঁঠাল উৎপন্ন হয়। উন্নত বিশ্বে এখন মাংস খেতে চায় না। তারা মাংসের পরিবর্তে কাঁঠালের তৈরি কাবাব, বার্গার, রোল ইত্যাদি খাচ্ছে। কাঁঠালের তৈরি এসব খাবারের দামও কিন্তু অনেক বেশি। এসব খাবারের ব্যাপক চাহিদাও রয়েছে। আমাদের দেশের উচ্চ বিত্তরা বার্গার, রোল জাতীয় খাবার খেতে পছন্দ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন,
আমাদের এখন অনেকেই ভেজিটেরিয়ান হয়ে গেছে। মাছ খায় কিন্তু মাংস খায় না। তাদের জন্য বিকল্প কাঁঠাল।
পেঁয়াজ
২৯ অক্টোবর, ২০১৯
পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়, আমাদের বাসায় পেঁয়াজ ছাড়া রান্না করা হয়। পেঁয়াজ নিয়ে এত অস্থির হওয়ার কি আছে আমি জানি না।
কাঁটাবিহীন ইলিশ মাছ
২৪ জুলাই ২০২২
আপনি যদি প্রেসার কুকারে মাছ এক ঘণ্টা ১০ মিনিট সেদ্ধ করে নেন তাহলে কিন্তু কাঁটা নরম হয়ে যায়। মাছ মাছের মতোই থাকবে কিন্তু কাঁটা নরম হয়ে যাবে। আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন। এতে কোনও অসুবিধা হয় না। এটা কিন্তু আমরা করি। একটু রেসিপিও দিয়ে দিলাম সঙ্গে। যাতে আপনাদের ঘরে কাঁটার সমস্যাটা না থাকে। বিশেষ করে ইলিশ মাছে।
ডিম
২৯ আগস্ট ২০২৩
সিডিকেটের কারনে ডিমের ভয়াবহ দামবৃদ্ধির কারনে তিনি বিকল্প ব্যবস্থার পরামর্শ দেন। তিনি যেহেতু (সামান্য) প্রধানমন্ত্রী, তাই সিন্ডিকেট ভাঙার জন্য
কিছু করার পরিবর্তে এই বিকল্প ব্যবস্থাটিই যথাযত হিসেবে মনে করেন তিনি।
এখন ডিম নিয়ে শুরু করেছে। ডিমের দাম কমলে বেশি সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন। অনেক দিন ভালো থাকবে, সহসা নষ্ট হবে না। রান্না করতে পারবেন, ভর্তা বানাতে পারবেন।
কাঁচা মরিচ
কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ২১ জুন ২০২৩ তারিখে গণভবনে এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন
বর্ষা হলে কাঁচা মরিচের দাম বেড়ে যায়। তাই কাঁচা মরিচ উৎপাদন করে রোদে শুকিয়ে রেখে দেন। পরে পানি ছিটিয়ে দিলে এটি তাজা হয়ে যায়।
মিষ্টি কুমড়ার বেগুনী
০৬ এপ্রিল ২০২২
কয়েকদিন আগে বেগুনের দাম ১১০ টাকার ওপরে চলে গেলো। সেটা এখন কমে ৮০ টাকায় এসেছে। তা বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যেসব সবজি সহজলভ্য সেটা দিয়ে খেলেই হয়। আমরা তো তাই খাই। বেগুনি না বানিয়ে মিষ্টি কুমড়া দিয়ে খুব ভালো বেগুনি বানানো যায়। আমরা এভাবে করি। সেভাবে করা যায়।